• Call: +8801723453060
  • Email: Shadinbhola2008@gmail.com
জিজেইউএস এর প্রধান কার্যালয়ে ভোলার ছোট এনজিওদের নিয়ে মুসলিম চ্যারিটি আলোচনা সভা
Date: 10-12-2024
জিজেইউএস এর প্রধান কার্যালয়ে ভোলার ছোট এনজিওদের নিয়ে মুসলিম চ্যারিটি আলোচনা সভা

সময়: ১২:০০ পিএম
তারিখ: ১০ ডিসেম্বর ২০২৪
ভেন্যু: গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ে।

বিস্তারিত বিষয়:

জিজেইউএস এর প্রধান কার্যালয়ে ছোট এনজিওদের নিয়ে মুসলিম চ্যারিটি আলোচনা সভা করেন ভোলার বিভিন্ন এনজিওদের নির্বাহী পরিচালকদের সাথে।

মুসলিম চ্যারিটি এদের কার্যক্রম থাকবে চলমান এরা বিভিন্ন ছোট ছোট এনজিওদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট প্রকল্প বিষয় নিয়ে তারা কাজ করবে বলে জানিয়েছেন, তবে তারা এই মিটিং ও আলোচনা সভা এসে উপস্থিত সবাইকে বলছিলেন যে তারা বরিশাল বিভাগে সকল এনজিওদেরকে নিয়ে তারা বসবে।

মুসলিম চ্যারিটি ফজলুল করিম, কান্ট্রি কো-অর্ডিনেটর, বাংলাদেশ ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার, নির্বাহী পরিচালক, জাকির হোসেন মহিন একত্রিত হয়ে ভোলা গ্রামীণ জন উন্নয়ন সংস্থায় প্রধান কার্যালয়ে এ বিষয়ে আলোচনা করেন।