• Call: +8801723453060
  • Email: Shadinbhola2008@gmail.com
অ্যাডভোকেসী এবং লবিং এর ৩ দিন প্রশিক্ষণের কর্মশালার বিভিন্ন এনজিও
Date: 29-06-2024
অ্যাডভোকেসী এবং লবিং এর ৩ দিন প্রশিক্ষণের কর্মশালার বিভিন্ন এনজিও

সময়: ৯:৩০ মিনিট
তারিখ: ২৯ জুন ২০২৪
আয়োজনেঃ এডাব বরিশাল জেলা শাখা।ভেন্যু: সেইন্ট-বাংলাদেশ ট্রেনিং সেন্টার, বরিশাল।

বিস্তারিত বিষয়:

অ্যাডভোকেসী এবং লবিং বিষয়ক এর উপর এডাব কর্তৃক আয়োজিত বিভিন্ন এনজিওদের নিয়ে অ্যাডভোকেসী এবং লবিং বিষয়ের উপর তারা ট্রেনিং দিয়েছে, তবে এনজিওদের কর্মকর্তা এ বিষয়ে জানিয়েছেন যে তাদেরকে যদি এই ধরনের প্রশিক্ষণ বিভিন্ন অভিজ্ঞ ট্রেইনার দ্বারা দেওয়া হয় তাহলে তাদের প্রতিষ্ঠানে কার্যক্রম করতে তাদের খুবই ভালো লাগবে তাই আমরা চাই এই এডাব কর্তৃক আয়োজিত আজকের যে আয়োজনটি করেছে তারা যেন এরকম সুন্দর আয়োজন আমাদেরকে আরো উপহার দিতে পারে।


এডাব (এএসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ) অ্যাডভোকেসী এবং লবিং বিষয়ে একটি ৩ দিনব্যাপী প্রশিক্ষণ আয়োজন করেছে এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেছে।


আপনার যদি এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রয়োজন হয়, যেমন প্রশিক্ষণের বিষয়বস্তু, সময়সূচি, বা অন্যান্য কার্যক্রম, তবে তা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা আদর্শ পাড়া, পৌর কাঠালী, ৮ নং ওয়ার্ড, ভোলা সদর ভোলা।

মোঃ রাকিবুল ইসলাম
স্বাধীন যুব উন্নয়ন সংস্থা
নির্বাহী পরিচালক