প্রকল্প/কর্মসূচীর নাম: হাঁস-মুরগী পালন প্রশিক্ষণের কর্মশালা
প্রকল্প এলাকা: গনি বাড়ি, পৌর কাঠালী, ০৮ নং ওয়ার্ড, ভোলা সদর, ভোলা।
তারিখ: ১৪.১১.২০২৪ইং
বাস্তবায়ন বছর: ২০২৪ চলমান।
প্রকল্পের মেয়াদ: ৩ মাস মেয়াদ।
আয়োজনে: যুব উন্নয়ন অধিদপ্তর, ভোলা সদর, ভোলা।
সহযোগিতা: স্বাধীন যুব উন্নয়ন সংস্থা, ভোলা সদর, ভোলা।
প্রকল্প/কর্মসূচীর উদ্দেশ্য: হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ কর্মশালা সাধারণত কৃষকদের বা পশুপালকদের জন্য আয়োজিত হয়, যেখানে তারা বিভিন্ন পদ্ধতি, পুষ্টি, যত্ন ও ব্যবসায়িক দিক সম্পর্কে শিক্ষা পান। এসব কর্মশালায় নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে তাদেরকে আমাদের এই স্বাধীন যুব উন্নয়ন সংস্থার মাধ্যমে সপ্তাহ ব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ শেষে তাদেরকে আমরা সার্টিফিকেট দিয়ে থাকি সরকারি যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে।
হাঁস-মুরগীর জাত নির্বাচন: কোন জাতের হাঁস বা মুরগী পালন লাভজনক হতে পারে, সে বিষয়ে তথ্য।
খাদ্য ও পুষ্টি: হাঁস ও মুরগীর সঠিক খাদ্য তালিকা, খাদ্যের মান, এবং তাদের পুষ্টি চাহিদা পূরণে বিভিন্ন টিপস।
স্বাস্থ্যবিধি: হাঁস-মুরগীকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করার উপায়, টিকাদান, এবং পরিচর্যা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক।
পালনের পরিবেশ: নিরাপদ, স্বাস্থ্যকর এবং লাভজনক উপায়ে হাঁস-মুরগী পালন করার জন্য প্রয়োজনীয় পরিবেশের প্রস্তুতি।
ব্যবসায়িক কৌশল: উৎপাদিত ডিম, মাংস বা অন্যান্য পণ্য বাজারজাত করার কৌশল, লাভজনকতা, বিপণন পরিকল্পনা ইত্যাদি।
এ সময় আমাদের মাঝে হাঁস-মুরগী পালন প্রশিক্ষণের কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত তুষার কান্তি দে,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তন্ময় কর্মকার,উপজেলা সহকারী অফিসার, মোঃ ইয়ামিন হেসেন, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা,মোঃ বাপ্পী, প্রশিক্ষিত যুবক ও স্বাধীন যুব উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম (রুবেল) সহ সংস্থার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী।