ফ্রী “কাটিং ও সেলাই মেশিন প্রশিক্ষণ”প্রকল্প উদ্বোধন করলেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থা
“হাতে কলমে কাজ শিখি, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ি” এই স্লোগান কে সামনে রেখে ফ্রী “কাটিং ও সেলাই মেশিন প্রশিক্ষণ’ প্রকল্পের উদ্বোধন করলেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থা।
শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সংস্থাটির কনফারেন্স হল রুমে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন।
স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.রাকিবুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.টিএসএম ফিদা হাসান উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা তন্ময় কর্মকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রদূত সংস্থার নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান বলেন,বর্তমান সরকারের হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে নারীরা।নারীদের উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা অপরিসীম।
হাতের কাজ শিখে নারীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক স্বচ্ছলতায় ব্যাপক ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, স্বাধীন যুব উন্নয়ন সংস্থার কতৃক আয়োজিত ফ্রী “কাটিং ও সেলাই মেশিন প্রশিক্ষণ” প্রকল্পের মাধ্যমে কাজ শিখে ঘরে বসে আয় করে পরিবারের আর্থিক সংকট নিরসন করুন।
এই রকম স্বেচ্ছাসেবী সংগঠনের দেওয়া প্রশিক্ষনের মাধ্যমের নারীদের অগ্রযাত্রায় আরো এক ধাপ এগিয়ে যাবে দেশ।
উল্লেখ্য যে, স্বাধীন যুব উন্নয়ন সংস্থা একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থা।
২০০৯ সাল থেকে সংস্থাটি সমাজের সুবিধাবঞ্চিত অসহায় পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছেন।
তারই ধারাবাহিকতায় ফ্রী “কাটিং ও সেলাই মেশিন প্রশিক্ষণ” প্রকল্পের উদ্বোধন করলেন।