বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমাজকল্যাণ পঅনুদানের চেক প্রধান
ভোলা জেলায় ৪৮টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বরাদ্ধকৃত ২০২২-২০২৩ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন জেলা প্রশাসন এবং সমাজসেবা অধিদপ্তর ভোলা।
তারিখ: ২৬/০৭/২০২৩
অনুষ্ঠানে মান্যবর আরিফুজ্জামান জেলা প্রশাসক ভোলা মহোদয়ের অনুমোতিক্রমে জনাব মো: আলমগীর হুসাইন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্ধ।